প্রধান উপদেষ্টার নিরাপত্তা দিতে না পারলে চাকরি ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
ধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে পুলিশ সদস্যদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।
ডিসি মাসুদ আলম এ সময় বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যদি যায়, আর তোমরা যদি এটার সিকিউরিটি দিতে না পারো, তাহলে তোমাদের চাকরি করার দরকার নেই।’
প্রসঙ্গত, ৩ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে।
এদিন ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
এ ঘটনায় পুলিশের ব্যাপক সমালোচনা করছেন ছাত্রনেতারা।