এই জীবাশ্ম জুরাসিক যুগের, অর্থাৎ ২০০ মিলিয়ন বা ২০ কোটি বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে।
গবেষকেরা জানিয়েছেন, যে প্রজাতির প্রাণীর জীবাশ্ম উদ্ধার করা হয়েছে সেটি 'ফাইটোসর' প্রজাতির। বিজ্ঞানীদের মতে পরে বিবর্তিত হয়ে ফাইটোসোর কুমিরের রূপ নেয়।
রাজস্থানের জল দফতরে কর্মরত প্রবীণ হাইড্রোজিওলজিস্ট ড. নারায়ণদাস ইনখিয়া এবং তার দল জয়সলমের জেলার মেঘা গ্রাম থেকে এই জীবাশ্মটি আবিষ্কার করেছেন।ওই জীবাশ্মের দৈর্ঘ্য দেড় থেকে দুই মিটার অর্থাৎ প্রায় পাঁচ থেকে সাড়ে ছয় ফুট।বিবিসিকে মি. ইনখিয়া জানিয়েছেন, ওই এলাকায় "আরও অনেক লুকানো জীবাশ্ম" থাকতে পারে বলে তার অনুমান। তার মতে ওই জীবাশ্মগুলো বিবর্তনের ইতিহাস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় তথ্য দিতে পারে।
তিনি আরও বলেছেন, "ফসিল ট্যুরিজম (জীবাশ্ম পর্যটনের) জন্য এই এলাকাকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও গড়ে তোলা যেতে পারে।"