কেমন আছেন ‘সাদা সাদা কালা কালা’ ও ‘বাজি’ গানের শিল্পী হাশিম মাহমুদ
আজ ২৫ আগস্ট বিকেল। নারায়ণগঞ্জের তল্লা সবুজবাগ এলাকায় পৌঁছাতেই হাশিম মাহমুদের বাড়ির খোঁজ করলাম। জিজ্ঞেস করতেই একদল কিশোর হেসে উঠল, আর কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠল ‘হাওয়া’ সিনেমার সেই জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’। গান শেষ হওয়ার আগেই তারা আঙুল দিয়ে দেখিয়ে দিল দোতলা একটি বাড়ি, প্রধান ফটকের পাশে বড় একটি বকুলগাছ, সেখানেই শিল্পী হাশিম মাহমুদের বাস।