প্রথম দিনেই ১০ কোটি আয়ের পথে ‘পরম সুন্দরী’

Kommentare · 4 Ansichten

প্রথম দিনেই ১০ কোটি আয়ের পথে ‘পরম সুন্দরী’
ধীরে ধীরে আবারও ছন্দে ফিরছে বলিউড। একসময় প্রেক্ষাগৃহগুলোতে দর্শ

মুক্তির আগেই সাড়া
২৯ আগস্ট (শুক্রবার) মুক্তি পাচ্ছে ‘পরম সুন্দরী’। ছবিটি মুক্তির আগেই দর্শকের আগ্রহ চোখে পড়ার মতো। ইতিমধ্যেই পিভিআর, আইনক্স ও সিনেপলিস—এই তিন শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স চেইনে ১২ হাজারের বেশি টিকিট অগ্রিম বুকিং হয়ে গেছে। বিশ্লেষকদের ধারণা, ছবিটি মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ৫০ হাজারের মাইলফলক ছুঁয়ে ফেলবে।


প্রথম দিনেই ১০ কোটি
বাণিজ্য বিশ্লেষকদের মতে, ‘পরম সুন্দরী’ প্রথম দিনেই ১০ কোটি রুপি ছাড়ানো আয় করতে পারে। যদি এমনটা হয়, তবে বলিউডের সাম্প্রতিক হিট ছবিগুলোর কাতারে দাঁড়িয়ে যাবে এটি। অনেকের মতে, দর্শক প্রত্যাশামতো সাড়া দিলে ছবিটি ১০০ কোটির ক্লাব ছোঁয়াও সময়ের ব্যাপার মাত্র।

Kommentare