ইরানের ওপর ১০ বছর আগে তুলে নেওয়া নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চায় তিন দেশ

코멘트 · 13 견해

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারও বেড়ে যাওয়ায় ২০১৫ সালের চুক্তির আওতায় প্রত্যাহার করা জাতিসংঘ

এই পদক্ষেপে তথাকথিত "স্ন্যাপব্যাক মেকানিজম" (আগে কোনো এক সময় জারি করা নিষেধাজ্ঞা আবার কার্যকর করা) সক্রিয় হবে, যার ফলে ৩০ দিনের মধ্যে নিষেধাজ্ঞা ফিরে আসতে পারে।

 

ইউরোপীয় ইউনিয়নের নীতি প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার কোনো আইনগত এখতিয়ার এই তিন দেশের নেই এবং রাশিয়া ও চীন ইরানের অবস্থানকে সমর্থন করেছে।

 

মন্ত্রী আরও লিখেছেন, অন্য পক্ষগুলো যদি 'গাম্ভীর্য ও সদিচ্ছা' প্রদর্শন করে তবে ইরান তার বিতর্কিত কর্মসূচি নিয়ে 'ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ' আলোচনায় ফিরতে প্রস্তুত।

 

অগাস্টের শেষ নাগাদ ইরান কূটনৈতিক সমাধানে রাজি না হলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে দুই সপ্তাহ আগেই দেশটিকে সতর্ক করেছিল ২০১৫ সালের চুক্তিতে অংশগ্রহণকারী তিন ইউরোপীয় দেশ।

코멘트