'চারদিকে শুধু মরদেহ, মনে হচ্ছিল আমিও মারা যাব'- ইরানের জেলে ইসরায়েলি হামলার ভয়াবহতার বর্ণনা

코멘트 · 11 견해

ইসরায়েল যখন হামলা চালাল, সেটা আমার কাছে সব থেকে ভয়াবহ মুহূর্ত ছিল না। যখন ওই হামলার পরেও আমার সেলের দরজাটা খো??

মোতাহরেহ গুনেই ২৩শে জুনের সেই হামলার দিনটার অভিজ্ঞতা শোনাচ্ছিলেন বিবিসিকে।

 

ইসরায়েল যখন ইরানের এভিন কারাগারে হামলা চালায়, সেই সময় রাজনৈতিক কর্মী মিজ গুনেই ওই জেলেই বন্দি ছিলেন।

 

তাকে সেই সময়ে একটা কক্ষে বন্ধ করে রাখা হয়েছিল। বর্তমানে কিছুদিনের জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে।বিবিসি নিউজের ফার্সি বিভাগ এমন কিছু উপগ্রহ চিত্র, প্রত্যক্ষদর্শীর বয়ান আর যাচাই করা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে, যার ফলে ওই ইসরায়েলি হামলার ব্যাপারে কিছু নতুন তথ্য উঠে এসেছে।

코멘트