নুরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

Mga komento · 12 Mga view

সাতক্ষীরা করেসপনডেন্ট:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে ব?

সাতক্ষীরা করেসপনডেন্ট:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শহরের সংগীতা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদসহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান সড়ক ঘুরে শহরের নিউ মার্কেট মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে অংশ নেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ইমরান হোসেন, শহর শিবিরের সভাপতি আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামানসহ আরও অনেকে।

বিক্ষোভে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিকে আবারও একত্রিত হওয়ার বিকল্প নেই। জুলাই আন্দোলনে প্রথম সারির যোদ্ধা নুরের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ করছি।

এসময় হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা।

Mga komento