পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গেল ৩২ বস্তা টাকা

Kommentare · 24 Ansichten

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। এসময়, বাক্স থেকে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

শনিব?

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। এসময়, বাক্স থেকে ৩২ বস্তা টাকা পাওয়া যায়।

শনিবার (৩০ আগস্ট) সকালে মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়।

সেইসাথে, স্বর্ণালঙ্কার, রূপার গহনা সহ বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। টাকাগুলো গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদরাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। চার মাস ১৮ দিন পর, আজ খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স।

জেলা শহরের ঐতিহাসিক মসজিদটিতে ১৩টি দানবাক্স রয়েছে, যেগুলো সাধারণত তিন মাস পরপর খোলা হয়। এবার খোলা হয়েছে ৪ মাস ১৮ দিন পর। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মসজিদটির ১১টি দানবাক্স খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা। এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা। তখন ৪ মাস ১২ দিনে এই পরিমাণ টাকা জমা পড়েছিল। তখনকার সময়ে এই পরিমাণ অর্থ ছিল সর্বোচ্চ রেকর্ড। টাকা-পয়সা, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা ছাড়াও প্রচুর পরিমাণ হাঁস-মুরগি, গরু-ছাগলও দান করেন অনেকে।

Kommentare