কেএফসি নিয়ে এল ‘টোস্টেড টুইস্টার’

코멘트 · 106 견해

কেএফসির মেনুতে যোগ হলো নতুন এক্সাইটিং আইটেম ‘টোস্টেড টুইস্টার’, যা আপনাকে দেবে এক ‘ফিঙ্গার লিকিং টুইস্ট’ এক্

কেএফসির মেনুতে যোগ হলো নতুন এক্সাইটিং আইটেম ‘টোস্টেড টুইস্টার’, যা আপনাকে দেবে এক ‘ফিঙ্গার লিকিং টুইস্ট’ এক্সপেরিয়েন্স। তুলতুলে নরম টর্টিয়া দিয়ে মোড়ানো ক্রিসপি চিকেনের সঙ্গে রয়েছে ক্রিমি ভেজ মায়ো ও স্পেশাল হট সস। এর প্রতি কামড়ে পাবেন ক্রিস্পি লেটুস, টমেটো এবং পেঁয়াজের সংমিশ্রণে এক অসাধারণ স্বাদ। যেখানে আপনাকে ফ্লেভারের সঙ্গে কোনো সমঝোতা করতে হবে না।

 
 

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘বিশ্বজুড়ে প্রশংসিত টুইস্টার এবার বাংলাদেশের মানুষের মন জয় করতে আমরা নিয়ে এসেছি। প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ মান ধরে রাখতে পারায় আমরা বদ্ধপরিকর। আমি বিশ্বাস করি, টোস্টেড টুইস্টার মানুষের কাছে ভিন্নধর্মী একটা স্বাদ উপহার দেবে।’

 

ভোক্তারা দেশের যেকোনো স্থানের কেএফসি আউটলেটে থেকে আইটেমটি টেস্ট করতে পারবেন। এ ছাড়া নিজের পছন্দ ও সুবিধা অনুযায়ী ডাইন-ইন, টেক অ্যাওয়ে, অনলাইন অর্ডার, কল ফর ডেলিভারি এবং কেএফসি অ্যাপেও অর্ডার করতে পারবেন। অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: www.kfcbd.com/menu/twister.

ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিং লাইসেন্সের অধীনে পরিচালিত।

코멘트