প্রতি বছরই হচ্ছে বন্যা, কেন নিজেকে বাঁচাতে পারছে না পাকিস্তান?

Bình luận · 15 Lượt xem

কাদামাটিতে ভেজা দুটি শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছিলেন গ্রামবাসী। চারপাশে ভিড় করে থাকা মানুষের মুখে কা?

খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলার একটি ছোট গ্রামে জড়ো হয়েছিলেন তারা।

 

হঠাৎ বন্যায় ভেসে যায় গ্রামটির বেশ কয়েকটি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।

 

ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কেউ কেউ শিশুদের মরদেহ সরিয়ে নেওয়ার কাজ দেখছিলেন, আর অন্য কয়েকজন তখন উদ্ধারকর্মী ও সেনা সদস্যদের সঙ্গে মিলে যন্ত্রপাতিসহ বা খালি হাতেই খুঁজে যাচ্ছিলেন জীবিত কাউকে পাওয়া যায় কি না।

 

গ্রামবাসীদের অনেকেরই কথায় ক্ষোভ ফুটে উঠছিল–– বন্যার আগে কোনো সতর্কবার্তা পাওয়া যায়নি।

Bình luận