প্রধান সড়কে অটোরিকশা চললে ট্যাক্স দেব না: চমক

Reacties · 26 Uitzichten

এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মেইন রোডে ব্যাটারিচালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না। ’

চমকের এই স্ট্যাটাস ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ তার দাবির সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর যানজটের বড় কারণ। আবার কেউ বলেছেন, এসব রিকশা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়, যা ঝুঁকি বাড়ায়।

তবে অনেকেই ভিন্নমত জানিয়েছেন। তাদের মতে, রাস্তায় এসব রিকশার ভিড় সরকারই নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। কারো জীবিকা বন্ধ না করে বিকল্প ব্যবস্থা না নিলে সমাধান আসবে না বলেও মন্তব্য করেন তারা।

Reacties