জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ

Mga komento · 29 Mga view

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির ভেতর ?

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে।

 

আজ রোববার নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

মি. মাহমুদ বলেন, “ যেহেতু রিফাইন্ড আওয়ামী-লীগের পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। জাতীয় পার্টি হচ্ছে সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি।”

 

তিনি জানান, জাতীয় পার্টি হচ্ছে সুনির্দিষ্ট এবং চিহ্নিত ফ্যাসিবাদী। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। চিহ্নিত ফ্যাসিবাদী সংগঠনকে কেউ যদি সমর্থন দেওয়ার চেষ্টা করে তবে সরকারের পক্ষ থেকে সেটা সমর্থন করা হবে না বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা।

 

একইসাথে জনগণও রুখে দাঁড়াবে বলে মনে করেন তিনি।

 

এছাড়া নুরুল হক নূরের ওপর যেভাবে হামলা হয়েছে তা আওয়ামী লীগের সময়েও ঘটেনি বলে মন্তব্য করেন মি. মাহমুদ। ফলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের বলে জানান তিনি।

Mga komento