ঢাকায় কৃষি উপদেষ্টার সাথে আগামী মঙ্গলবার বৈঠক অনুষ্ঠিত হবে, জেলা প্রশাসকের এমন আশ্বাসের প্রেক্ষিতে চার ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর আবার চলাচল শুরু হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল।
এর আগে তিন দফা দাবিতে সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারে মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিকেল পৌনে ৪ টায় অবরোধ তুলে নিয়ে ট্রেন ছেড়ে দেয়।
রেলপথ অবরোধের ফলে সকাল থেকে হাওর এক্সপ্রেস, মহুয়া কমিউটার, বলাকাসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে।
কৃষিবিদ ঐক্য পরিষদ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নে রেলপথ অবরোধ করে বিক্ষােভ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।