বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার অভিযোগ, আহত কয়েকজন

Kommentare · 14 Ansichten

কম্বাইন্ড ডিগ্রীর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের উপরছে বহিরাগতরা হামলা ক??

কম্বাইন্ড ডিগ্রির দাবি পূরণ না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রায় দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। বেলা একটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে তারা অবরুদ্ধ রয়েছেন।

 

ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন।

 

দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দিতে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি প্রশাসন।

 

আজ রোববার সকালে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বিষয়টি সমাধান না হওয়ায় দুপুরের পর থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষকদের আটকে রেখে কলাপসিবল গেইটে তালা মেরে দেন শিক্ষার্থীরা।

 

এই প্রতিবেদন লেখার সময় প্রায় রাত আটটায় এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন শিক্ষকরা।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে কম্বাইন্ড ডিগ্রির প্রজ্ঞাপন না দেওয়া হলে আন্দোলন আরও তীব্র হবে।

Kommentare