চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

Comments · 8 Views

সোনার গহনা চুরির অভিযোগে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে প্রথমে গাছে বেঁধে নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয় এক কি

সোনার গহনা চুরির অভিযোগে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে আটকে রেখে প্রথমে গাছে বেঁধে নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয় এক কিশোরকে। কয়েকদিন পর আবার ওই কিশোরকে ধরে নিয়ে এসে প্রকাশ্যে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে।

কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এবং কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় কয়েক দফা এমন মারধরের ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে ওই কিশোরকে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ধারে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়ন পরিষদের পাশে প্রবাসী মাজেদের বাড়িদে গিয়ে কয়েকবার কলিংবেল বাজালেও কেউ সাড়া দেননি। মাজেদের মুঠোফোনটিও বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে মাজেদের ভাই মাসুম প্রামাণিক বলেন, সজিব অনুষ্ঠানের সময় বাড়ি থেকে ভাবির ১০-১২ লাখ টাকার সোনার গহনা চুরি করেছে। কয়েকবার স্বীকার করেও ফেরত দিচ্ছে না। এ সব নিয়ে ঝামেলায় আছি। মারধরের কথা জানতে চাইলে তিনি বলেন, উভয়পক্ষই আত্মীয়। নিজেরা বসে সমাধান করা হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, এক কিশোরকে মারধরের ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিশোরের মা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

Comments