ভালো বা মন্দ কিছু দেখলে যে দোয়া পড়বো

Kommentarer · 16 Visningar

আনন্দ-সুখ কিংবা দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে। আনন্দের মুহূর্তে যেমন তাঁর প্রশংসা করা কর্তব্য তেমনি দ??

আনন্দ-সুখ কিংবা দুঃখ-কষ্ট সবই মহান আল্লাহর পক্ষ থেকে। আনন্দের মুহূর্তে যেমন তাঁর প্রশংসা করা কর্তব্য তেমনি দুঃখ-কষ্টের সময়েও তার কাছে আত্মসমর্পণ করা জরুরি।

তাই রাসুল (সা.) আমাদেরকে আনন্দের কোনো কিছু দেখলে কী পড়তে হবে তা যেমন শিখিয়েছেন মন্দ কিছু দেখতে কী পড়তে হবে তাও শিখিয়েছেন।

 

আয়েশা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) যখন কোনো পছন্দনীয়  কিছু দেখতেন।

তখন তিনি বলতেন, (الْحَمْدُ لِلَّهِ الَّذِي بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ) 

উচ্চারণ:  ‘আলহামদুলিল্লাহ আল্লাযি বিনিমাতিহি তাতিম্মুস সালিহাত’।

অর্থ: সব প্রশংসা আল্লাহর জন্য যার নেয়ামতের মাধ্যমে ভালো কাজগুলো সম্পন্ন হয়।

আর যখন কোনো অপছন্দনীয় কিছু দেখতেন তিনি বলতেন, (الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ)

উচ্চারণ: ‘আল্লাহমদুলিল্লাহি আলা কুল্লি হাল’

অর্থ: সব প্রশংসা সব অবস্থায় মহান আল্লাহর জন্য।  

-(ইবনে মাজাহ, হাদিস নং : ৩৮০৩)

Kommentarer