পত্রিকা: 'আ. লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন'

コメント · 19 ビュー

আ. লীগের পলাতক নেতারা ভোটে অযোগ্য হচ্ছেন— যুগান্তরের দ্বিতীয় প্রধান শিরোনাম এটি।

ইসির সূত্রে এই প্রতিবেদনে বলা হয়েছে, আদালত কাউকে ফেরারি ঘোষণা করলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, এমন বিধান যুক্ত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা-অযোগ্যতায়।

 

'গণপ্রতিনিধিত্ব আদেশ'র (আরপিও) ১২ অনুচ্ছেদের (১) উপদফায় এই বিধান যুক্ত করে সংসদ নির্বাচনের প্রধান এই আইনের খসড়া মঙ্গলবার চূড়ান্ত অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

বিগত নির্বাচনগুলোতে সাজাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে অযোগ্য হতেন।খসড়া আইনে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধানও তুলে দেয়া হচ্ছে। প্রার্থী বা তার প্রস্তাবকারী/সমর্থনকারীকে সশরীরে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।এসব বিধান কার্যকর হলে আওয়ামী লীগের পলাতক নেতারা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হয়ে পড়বেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

যদিও ফেরারি আসামিকে ভোটে অযোগ্য ঘোষণার বিধান অসৎ উদ্দেশ্যে ব্যবহার হতে পারে— নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এক চিঠিতে এমন মন্তব্য করেছিল ইসি। এখন কমিশন নিজেই ওই বিধান আইনে যুক্ত করার সিদ্ধান্ত নিল।

 

এছাড়া, ইসির চূড়ান্ত করা আরপিওতে অন্তত ৪৫টি সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে।

コメント