মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগকে মেলানোর প্রবণতা কেন?

Kommentarer · 3 Visninger

বিশ্লেষকরা বলছেন, মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বমূলক অংশগ্রহণ থাকলেও মুক্তিযুদ্ধ সেই দলকে অতিক্রম করে এ

তবে আওয়ামী লীগ দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের দলীয়করণ করেছে। মুক্তিযুদ্ধকে "বর্ম হিসেবে ব্যবহার করে জনবিরোধী অনেক কাজ করেছে"।

 

দলটির পতনের পর স্বধীনতাযুদ্ধকে যারা মেনে নিতে পারেনি, তারাই সেই একই বয়ান উৎপাদন করে মূলত মুক্তিযুদ্ধকেই টার্গেট করছে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ বিবিসি বাংলাকে বলেন, "যারা মুক্তিযুদ্ধকে আক্রমণ করতে চায় তাদের জন্য এটা খুব সহজ যে আওয়ামী লীগ বিরোধিতার নামে তারা মুক্তিযুদ্ধকেই খারিজ করে দিতে চায় এবং সেই চেষ্টাই তারা করছে এখন পর্যন্ত"।

 

তার মতে, মুক্তিযুদ্ধবিরোধী ও তাদের উত্তরসূরিদের "অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। সেই কারণে, মুক্তিযুদ্ধকে আক্রমণ করা তাদের প্রতিহিংসার মধ্য থেকে আসে এবং একইসঙ্গে তাদের মতাদর্শিক অবস্থানকে সামনে আরও অগ্রসর করার জন্য তারা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে এটাকে ব্যবহার করে"।

 

অনেকটা একই কথা বলছেন সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান।

 

"যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং সেই সময়ে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছেন, তারাই নতুন বয়ান তৈরি করার চেষ্টা করছেন। একাত্তরে তাদের যে ভূমিকা, যুদ্ধাপরাধ অথবা তারা যে অন্যায়ের সাথে যুক্ত ছিলেন, সে অন্যায়কে মুছে ফেলার জন্য তারা একাত্তরকেই মুছে ফেলার চেষ্টা করছেন," বলেন তিনি।

Kommentarer