বিয়াল্লিশ বছর বয়সী মি. বসু বলছিলেন, "গলব্লাডারে অপারেশন করার আগে রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা যায়, আমার রক্তে শর্করার মাত্রা বিপজ্জনক মাত্রায় বেশি। আমি একটুও বুঝতে পারিনি।"
"অনেক কিছু খেয়েছি যা একেবারে উচিৎ ছিল না। হয়ত আগে জানলে সচেতন হতাম। সুগার লেভেলটা এতটা বাড়ত না।"
একই অভিজ্ঞতা কথা জানিয়েছেন দিল্লির গীতাঞ্জলি সিংহ। ৪০ ছুঁইছুঁই এই শিক্ষিকার কথায়, "কয়েক মাস ধরেই সারাদিন ক্লান্ত বোধ করতাম, একটুতেই হাঁপিয়ে উঠছিলাম। ওজনও বাড়তে শুরু করেছিল। আমি ভেবেছিলাম পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণে এমনটা হচ্ছে কিন্তু ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি আমি ডায়াবেটিক।"এই ঘটনা নতুন নয়। এমন অনেক ভারতীয়ই রয়েছেন যাদের ডায়াবেটিস থাকা সত্ত্বেও তারা সে সম্পর্কে অবগত নন।