ইসলামপন্থি দলগুলো নির্বাচনি 'সমঝোতা'র পথে, এনসিপি-গণঅধিকারের নামও আলোচনায়

コメント · 28 ビュー

ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের আগে কোনো জোট গঠন করবে কি না তা এখনো নিশ্চিত নয়, তবে বেশ কয়েকটি দল

এরইমধ্যে একই প্ল্যাটফর্মে আসতে আলোচনা চালাচ্ছে ক্রিয়াশীল বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংখ্যানুপাতিক ভোটের দাবি আদায়ে মাঠে সরব থাকার বিষয়েও একমত তারা।

 

আদর্শগত মিল না থাকালেও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মতো বিষয়গুলো তাদের ঐক্যে পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে বলে দাবি করছেন দলগুলোর নেতারা।

 

তবে একই মঞ্চে আসার আলোচনা চালালেও এটিকে অবশ্য কোনো জোট বলতে চাইছেন না তারা। আপাতত দাবি আদায়ে সংঘবদ্ধভাবে মাঠে থাকার পরিকল্পনা তাদের।যদিও নেতারা বলছেন, নির্বাচনের তফসিলের পর 'নির্বাচনি সমঝোতা' হতেও পারে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বিবিসি বাংলাকে বলছেন, "বিএনপি ছাড়া প্রধান সব দলই সংখ্যানুপাতিক ভোটের বিষয়ে একমত। আমরা চেষ্টা করছি, যারা (সংখ্যানুপাতিক ভোটের) পক্ষের তাদের অনেকের সাথেই আমরা আবার কথা বলছি।"

 

এদিকে, পিআর পদ্ধতির বাস্তবায়ন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতের অভিন্ন দাবিতে সরব অন্য দলগুলোর সঙ্গেও কথা বলছে ধর্মভিত্তিক দলগুলো। এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টির নামও এসেছে এই আলোচনায়।

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বিবিসি বাংলাকে বলেছেন, "জোটের ব্যাপারে এখনো কারো সঙ্গে আমাদের আলোচনা হয়নি। তবে যারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল তাদের সবার সাথেই আমাদের সু-সম্পর্ক আছে।"

 

আর ইসলামী দলগুলোর সাথে 'জুলাই সনদের আইনি ভিত্তির' অভিন্ন দাবিতে একমত হলেও এটি কোনো রাজনৈতিক সমঝোতা বা জোট নয় বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

コメント