আওয়ামী লীগ ট্যাগ দিয়ে কি মুক্তিযুদ্ধকে টার্গেট করা হচ্ছে?

Comments · 2 Views

মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললেই আওয়ামী লীগ ও ফ্যাসিস্টের 'দোসর' বলে তকমা দেওয়া, সামাজিক মাধ্যমে হেনস্তা, এমনকি

আওয়ামী লীগের শাসনের পতনের পর থেকে দলটির সঙ্গে '৭১কে মিলিয়ে স্বাধীনতাযুদ্ধকেই বিতর্কিত করার চেষ্টা চলছে কি না, এমন প্রশ্ন তুলছেন নাগরিক অধিকার নিয়ে সরব ও বিশ্লেষকদের অনেকে।

 

সবশেষ ঢাকায় মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলোচনা সভায় 'মব' সৃষ্টি করে যাদের হেনস্তা করা হয়েছে, তাদেরই নানা ধরনের ট্যাগ দেওয়া এবং মামলা দিয়ে জেলে পাঠানোর ঘটনা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

 

রাজনীতিকদেরও কেউ কেউ মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ওপর হামলা-আক্রমণের পেছনে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সংশ্লিষ্টতার কথা বলছেন।

 

কিছু ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জামায়াতে ইসলামীর দিকে আঙুল উঠলেও তারা অভিযোগ অস্বীকার করেছে।

 

এদিকে, পাঁচই অগাস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধকেন্দ্রিক অনেক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই সংখ্যা দেড় হাজারের মতো বলে দুয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ক কোনো তালিকা নেই।

 

বরং এই ধরনের ঘটনাগুলোকে 'সামাজিক প্রতিক্রিয়া' হিসেবে দেখছেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।

 

মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতির মাঠে যে বিতর্ক তৈরির চেষ্টা চলছে, সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরই বড় দায়িত্ব রয়েছে বলে মনে করেছেন বিশ্লেষকরা।

Comments