নারীবান্ধব ক্যাম্পাস গড়তে উমামা ফাতেমার একগুচ্ছ প্রতিশ্রুতি

Kommentarer · 27 Visningar

নারীবান্ধব ক্যাম্পাস গড়তে উমামা ফাতেমার একগুচ্ছ প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডা??

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের মাত্র পাঁচদিন বাকি। পুরোদমে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তারা শিক্ষার্থীদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি পূরণে শিক্ষার্থীদের হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবেন।

‘‌স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি নির্বাচিত হলে নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন।

তার প্রচার-প্রচারণা বেশি গুরুত্ব পাচ্ছে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার। ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা নারীবান্ধব ক্যাম্পাস গড়তে কী কী করবেন, তা জানিয়েছেন।

Kommentarer