সিনেমার অতিরিক্ত শিল্পী হলেন ভাইরাল সেই প্রিয়া, নেটজুড়ে সমালোচনা

Commenti · 17 Visualizzazioni

সিনেমার অতিরিক্ত শিল্পী হলেন ভাইরাল সেই প্রিয়া, নেটজুড়ে সমালোচনা ভ্রু কাঁপানো সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার??

ভ্রু কাঁপানো সেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়ারকে হয়তো অনেকরই মনে আছে। যার চোখের ইশারায় একসময় ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৯ সালের মালায়ালাম সিনেমা ‘ওরু আদার লাভ’র এক দৃশ্যে চোখ মেরে ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়েছিলেন এ দক্ষিণী সুন্দরী।

সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের সর্বশেষ সিনেমা ‘পরম সুন্দরী’ সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাকি দেখা তেছে প্রিয়াকে। যা বিশ্বাস করতে পারছেন না তার অনুরাগীরা। তাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। ‘পরম সুন্দরী’ সিনেমায় ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা হিসেবে (অতিরিক্ত শিল্পী) দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই নায়িকাকে।

Commenti