জোটে থাকলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন, একক প্রার্থীর প্রতিপক্ষ ‘না ভোট’

코멘트 · 12 견해

জোটবদ্ধভাবে নির্বাচন করলেও একজন প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন

বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

তিনি বলেন, ভোটের সংখ্যা সমান হলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ছিল সেটাও বাতিল করা হয়েছে। এমন প্রেক্ষাপটে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

 

“রিটার্নিং অফিসার চাইলে যেকোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা সমস্ত কনস্টিটিউয়েন্সির নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন,” বলেন মি. সানাউল্লাহ।

 

আরপিও’র ১২ ধারার উল্লেখ করে তিনি বলেন, আদালতের মাধ্যমে কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকলে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন।

 

তবে ফেরারী আসামির ক্ষেত্রে কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইন্টারন্যাশনালিও কিছু কিছু অপরাধ আছে যাদের ইমিউনিটি থ্রেসহোল্ড (দায়মুক্তির সীমা) অনেক লো, যেমন মানবতাবিরোধী অপরাধ।” সাধারণ একজন অপরাধী এবং মানবতাবিরোধী অপরাধী সমান সুযোগ পান না বলেও মন্তব্য করেন তিনি।

 

এছাড়া, নির্বাচনি এজেন্টকেও ওই সংসদীয় আসনের ভোটার হতে হবে এবং এখন থেকে একটি কেন্দ্রের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা প্রিজাইডিং কর্মকর্তার হাতেই থাকবে বলেও জানানো হয়।

코멘트