৪ শতাংশ সুদে ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

코멘트 · 15 견해

স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বা মূলধন বিনিয়োগ কোম্পানি স্থাপনের সিদ্ধান্?

স্টার্টআপ ফান্ডের ৫২টি অংশীদার ব্যাংকের সমন্বয়ে একটি ইক্যুইটি বা মূলধন বিনিয়োগ কোম্পানি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এই কোম্পানি থেকে নতুন ছোট উদ্যোক্তাদের সহজ শর্তে ও ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। অচিরেই কোম্পানিটি গঠন করে স্টার্টআপ ফান্ডের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। তখন এই কোম্পানিতে বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির বিনিয়োগযোগ্য তহবিলের একটি অংশ উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। কোম্পানি গঠনের বিষয়ে করণীয় সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংক আয়োজিত একটি সভায় এ নিয়ে আলোচনা হয়।

코멘트