নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং এবং ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা শেষে ঢাকায় ফিরেছেন জয়া আহসান। ফিরে এসেই জয়াকে দেখা গেল খামারে। ছোট্ট সেই খামারের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে জয়া তাঁর স্বপ্নের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার স্বপ্ন—ছোট্ট খামার, নিঃশব্দ সুখ।’ছবি : জয়ার ইনস্টাগ্রাম