নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং এবং ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা শেষে ঢাকায় ফিরেছেন জয়া আহসান। ফিরে এসেই জয়াকে দেখা গেল খামারে। ছোট্ট সেই খামারের কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে জয়া তাঁর স্বপ্নের কথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমার স্বপ্ন—ছোট্ট খামার, নিঃশব্দ সুখ।’ছবি : জয়ার ইনস্টাগ্রাম
২ / ৪

জয়ার পোস্ট করা সেসব স্থিরচিত্রে দেখা গেছে, তাঁর বাগানে নানান জাতের ফলন হয়েছে। এর মধ্যে পেঁপেগাছ সামনে রেখে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। জয়াকে এমনভাবে দেখে ভক্তরা বিভিন্ন মন্তব্য করেছেন।ছবি : জয়ার ইনস্টাগ্রাম
৩ / ৪

ঢাকার কাছে জয়ার সেই খামারে তাঁর মা–ও সঙ্গে ছিলেন। জানা গেছে, মা–মেয়ে সময়–সুযোগ পেলেই খামারে ছুটে যান। সারা দিন গাছের পরিচর্যা শেষে আবার ফিরে আসেন।ছবি : জয়ার ইনস্টাগ্রাম
৪ / ৪

১৮ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘ডিয়ার মা’। এই ছবির প্রতি শুভকামনা জানিয়েছেন অমিতাভ বচ্চন। এদিকে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরের প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে জয়া আহসান অভিনীত দুটি চলচ্চিত্র—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি ছবিতে জয়ার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে