জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না। তবে বিলবোর্ডে প্রচার চালানো যাবে। বিলবোর্ডের আয়তন হবে সর্বোচ্চ ১৬ ফুট। একটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে। আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড বাড়ানোর প্রস্তাব করেছে ইসি। এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ ৫০ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। শাস্তি হিসাবে ছয় মাসের কারাদণ্ডের আগের বিধান বহাল রাখা হয়েছে। এসব যুক্ত করে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা’ সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার এই সংশোধিত বিধিমালা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
تلاش کریں۔
مقبول پوسٹس
-
-
৫ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কাکی طرف سے juai
-
-
-