প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এই ঐতিহাসিক অর্জনের জন্য তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রোববার দিবাগত রাতেই রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধ্যরাতে এমন আয়োজনের পেছনে ছিল সময়ের সীমাবদ্ধতা। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা ও মনিকা চাকমা সোমবার সকালেই ভুটান চলে যাবেন। এছাড়াও আরও তিনজন ফুটবলার দুদিন পর দেশের বাইরে যাবেন। তাই পুরো দল একসঙ্গে থাকতেই বাফুফে এই সংবর্ধনার আয়োজন করেছে বলে জানা গেছে। এটি দেশের নারী ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।
এর আগে ২০২২ ও ’২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়।
Search
Popular Posts