মামলার ভয়ে শেষ পর্যন্ত ২১টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক পাচার করা টাকা দেশে ফেরত এনেছেন। অর্থের পরিমাণ প্রায় ১০ কোটি মার্কিন ডলার বা ১১শ কোটি টাকার বেশি। রপ্তানির আড়ালে এসব অর্থ পাচার করা হয়। সিআইডি তদন্ত শুরু করার পর চাপে পড়ে পাচারকারিরা মামলা থেকে বাঁচতে এ টাকা ফিরিয়ে আনে। ঘোষিত রপ্তানি মূল্য হিসাবে যা নির্ধারিত সময়ের মধ্যে দেশে আনার কথা। কিন্তু অনেকে কিছু অর্থ দেশে এনে বাকি টাকা বিদেশে রেখে দেয়। তবে এ তালিকায় থাকা রপ্তানিকারকদের মধ্যে এখনো দেশে ফেরত আসেনি ৭ লাখ ৩০ হাজার ডলার বা টাকার অঙ্কে ৮ কোটি ৯১ লাখ। গণ-অভ্যুত্থানের পর সিআইডি জোরালো অনুসন্ধান শুরু করলে বেশির ভাগ টাকা গত এক বছরে ফিরে আসে।
Tìm kiếm
Bài viết phổ biến