বজ্রপাতে জামগাছের ডাল ভেঙে পড়ে প্রাণ গেল বাবা-ছেলের

commentaires · 38 Vues

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাত জামগাছের ডাল ভেঙে পড়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোবার বিকেলে উপজেলার খারুয়া ইউ??

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাত জামগাছের ডাল ভেঙে পড়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোবার বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (৪৮) ও তার শিশু ছেলে (৮)।

নিহত গোলাম মোস্তুফার চাচা মো. রফিকুল ইসলাম জানান, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সাথে সাথে বজ্রপাতের শব্দ হতে থাকলে গোলাম মোস্তুফা তার ছেলেকে নিয়ে বীজতলা থেকে উঠে পাশের একটি জাম গাছের নিচে আশ্রয় নেন। এর মাঝেই বজ্রপাত পড়ে জামগাছের ওপর। এতে জাম গাছের বড় একটি ডাল ভেঙে বাবা-ছেলের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান বাবা গোলাম মোস্তফা। পরে ছেলে নাইমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার মারা যায়।

নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

commentaires