ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলা শহরের চানমিয়া লেনের বাসিন্দা অরবিন্দ সাহার ছেলে আনন্দ সাহা এবং একই জেলার ঘিওরের বানিয়াজুড়ি এলাকার বাসিন্দা স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী অমৃতা সরকারের হাসপাতালে বিয়ের এই ঘটনা ব্যাপক আলোড়ন ফেলেছে।
পরিবারের সদস্যদের পাশাপাশি এই বিয়ের সাক্ষী হয়েছেন হাসপাতালের চিকিৎসক আর রোগীরাও। বৃহস্পতিবার রাতের এই আয়োজনের কিছু ভিডিও মুহুর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
পরিবারের সদস্যরা বলছেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি আনন্দ সাহার দুই হাত ও এক পায়ের হাড় ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কোমরের হাড়ও।সব মিলিয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী মি. আনন্দের সুস্থ হতে আরো অন্তত তিন মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।আর এ কারণেই আগে থেকে ঠিক হয়ে থাকা বিয়ের আয়োজন হাসপাতালের বেডেই সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন দুই পরিবারের সদস্যরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীর পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতেই হাসপাতালে স্বল্প পরিসরে বিয়ের আয়োজন করার অনুমতি দিয়েছেন তারা।
"অন্য রোগীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য হাসপাতালের অব্যবহৃত একটি ফ্লোর পরিচ্ছন্ন করে বিয়ের আয়োজন করতে আমরা সহায়তা করেছি," বিবিসি বাংলাকে বলেন মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের মেডিকেল এন্ড ইউনিট প্রধান ডা. সিরাজুল ইসলাম।