এশিয়া কাপে বাংলাদেশের তরুণরা ঝলক দেখাবে’ Icon স্পোর্টস ডেস্ক

Kommentare · 6 Ansichten

নিজের ইউটিউব চ্যানেলে হার্শা ভোগলে বলেন, ‘শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ সবসময় এক গ্রুপে থাকে।

আগামীকাল থেকে আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং। ১১ সেপ্টেম্বর এই হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

 

এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই লিটন দাসের নেতৃত্বে দল কেমন করে তা দেখতে মুখিয়ে আছি। তিনি মনে করেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা এই টুর্নামেন্ট ঝলক দেখাতে পারলে ভালো কিছু করা সম্ভব।

Kommentare