হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেলেন পাকিস্তানের খেলোয়াড়

Bình luận · 14 Lượt xem

এক করুণ ঘটনায় পাকিস্তান কাবাডি অঙ্গন শোকে ডুবে গেছে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাবাডি খ

এক করুণ ঘটনায় পাকিস্তান কাবাডি অঙ্গন শোকে ডুবে গেছে। ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কাবাডি খেলোয়াড় মাখা জাট জাহানিয়ান মান্ডিওয়ালা। 

 

ভেহারিতে খেলার মাঠেই হঠাৎ পড়ে যান মাখা জাট। সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর চেষ্টা করা হলেও আর ফিরিয়ে আনা যায়নি। তার হঠাৎ মৃত্যুতে কাবাডি খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খেলাটির প্রতি নিবেদন ও ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তিনি। 

 

পাকিস্তান কাবাডি ফেডারেশনের সভাপতি শফি হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সরওয়ার রানা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

সাধারণ সম্পাদক সরওয়ার বলেন, ‘এই দুঃখজনক ঘটনা আমাদের নজরে এসেছে। মাঠে একজন খেলোয়াড়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ তিনি আরও বলেন, ‘আমরা দোয়া করি মহান আল্লাহতালা তার পরিবারকে ধৈর্য দান করুন। পুরো কাবাডি পরিবার এই অকাল মৃত্যুর ঘটনায় মর্মাহত

Bình luận