ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে এবার প্রার্থী আগের তুলনায় বেশি। এ অবস্থায় একজন ভোটারকে সময় নিয়ে ভোট দিতে হবে। একটু ভুলের জন্য ভোট নষ্টও হতে পারে। এবার ডাকসুতে থাকছে পাঁচ পৃষ্ঠার ব্যালট। আর হল সংসদে থাকছে এক পৃষ্ঠার ব্যালট।
بحث
منشورات شائعة