সৈকতের আম্পায়ারিংয়ে মুগ্ধ হয়ে যা বললেন হার্শা ভোগলে

Comments · 49 Views

এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের হাই-ভোল্টেজ ম্যাচে আবারও নজর কাড়লেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ??

এজবাস্টনে ইংল্যান্ড ও ভারতের হাই-ভোল্টেজ ম্যাচে আবারও নজর কাড়লেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে নিখুঁত ও নিরপেক্ষ আম্পায়ারিংয়ের জন্য প্রশংসা কুড়ানো এই এলিট প্যানেল আম্পায়ার সাম্প্রতিক সময়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে ইতোমধ্যেই আলাদা অবস্থান গড়ে তুলেছেন। এবার তার কাজের মুন্সিয়ানা মুগ্ধ করেছে বিশ্ব ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে-সহ অনেককেই।

এজবাস্টন টেস্টে অসাধারণ আম্পায়ারিংয়ে এখন প্রশংসা কুড়াচ্ছেন সৈকত। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও দারুণ খুশি সৈকতের আম্পায়ারিংয়ে। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচটিতে বেশ কিছু সঠিক সিদ্ধান্ত দিয়ে নজর কেড়েছেন শরফুদ্দৌলা সৈকত।

ম্যাচে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়। এর মধ্যে মাত্র ২ বার সৈকতের সিদ্ধান্ত বদল করতে হয়েছে। বাকি ৮ বারই সঠিক ছিল। চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন সৈকত। ম্যাচে এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক বার্তা দিয়ে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।’

টেস্টের পঞ্চম দিনে গতকাল (রোববার) ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে সৈকতকে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বইছে প্রশংসার ঝড়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে এলবিডব্লিউ হন স্টোকস। শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না। তবে সুন্দর আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত আউট দেন। স্টোকস বেশ অবাক হন, রিভিউও নেন। টিভি রিপ্লেতে দেখা যায় সৈকতই ছিলেন সঠিক, স্টোকস ছিলেন আউট। এর আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সৈকতের পক্ষে ছিল। 

Comments