কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

Comments · 1 Views

দোহায় ইসরায়ে‌লের হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিক‌দের বিশেষ সতর্কতা অবলম্বনের

দোহায় ইসরায়ে‌লের হামলায় উদ্ভূত পরিস্থিতিতে কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিক‌দের বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ ক‌রে‌ছে সেখানকার বাংলা‌দেশ দূতাবাস।

মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে।

কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করে‌ছে দূতাবাস। এ ছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনবহির্ভূত ব‌লে প্রবাসী‌দের স্মরণ ক‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +97433662000, এবং ইমেইল: mission.doha@mofa.gov.bd-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।  

Comments