মাজারে হামলার ঘটনায় আতঙ্ক কাটেনি, 'মব সন্ত্রাস' নিয়ে আবারো প্রশ্নের মুখে সরকার

Komentar · 1 Tampilan

মাজারের বন্ধ গেটের সামনে পুলিশের পাহারা। মাঝেমধ্যে টহল দিচ্ছে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ দল। কাউকে ভেতরে ঢুকতে

শুক্রবার হামলা-ভাঙচুরের পর শনিবার সকাল থেকে এমনটাই দেখা গেছে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার নুরুল হকের যেখানে কবর ছিল, সেই এলাকায়। স্থানীয়ভাবে এটি 'নুরাল পাগলার মাজার' নামে পরিচিত।

 

এলাকার বাসিন্দাদের অনেকে বলছেন, শুক্রবার হাজার হাজার মানুষ হামলা করেছিল মাজারটিতে। আবারো এমন হামলা হয় কিনা এমন আতঙ্কে দিন কাটছে তাদের।

 

এদিকে, এই ঘটনায় সরকারি কাজে বাঁধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা সাড়ে তিন হাজার আসামি করে শনিবার একটি মামলা করেছে পুলিশ। নুরুল হকের মাজারের মত শুক্রবার হামলা হয়েছে রাজশাহীর পবা উপজেলার একটি খানকা শরিফে। সেখানেও দলবদ্ধ মব তৈরি করে পুলিশের সামনেই ভাঙচুর চালানো হয়।

Komentar