বিহারে বিরল অস্ত্রোপচার, রোগীর চোখ থেকে অপসারণ করা হলো দাঁত

التعليقات · 18 الآراء

চোখে দাঁত গজিয়েছে–– শুনতে অবিশ্বাস্য হলেও ভারতে এরকম এক ঘটনা ঘটেছে। বিহারের একটি হাসপাতালে এক ব্যক্তির চোখ থ

বিহারের পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (আইজিআইএমএস) থেকে বিরল এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

 

ওই হাসপাতালে চিকিৎসার জন্য আসা এক রোগীর ডান চোখে দাঁত গজিয়েছিল। যে ডাক্তার ওই রোগীর অস্ত্রোপচার করেছেন তার মতে, চিকিৎসা বিজ্ঞানের বিরলতম ঘটনার মধ্যে এটা একটা।

 

ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়েছিল গত ১১ই অগাস্ট। তিনি এখন সুস্থ আছেন।ওই ব্যক্তি এবং যে চিকিৎসকেরা তার অস্ত্রোপচার করেছেন, তাদের কাছ থেকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেছে বিবিসি।

التعليقات