হংকং ম্যাচের আগে লিটন বললেন, ‘ক্রিকেট অনিশ্চয়তার খেলা’

Comments · 1 Views

এশিয়া কাপ শুরুর আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে কথা বলছেন লিটন দাস

সংবাদ সম্মেলন ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় লিটন দাসকে শুভকামনা জানালেন এক সাংবাদিক। ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ অধিনায়ক হাঁটা ধরলেন ড্রেসিংরুমের পথে। কাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করছে বাংলাদেশ, শুভকামনাটা সে জন্যই।

 

এখনো এশিয়া কাপে কোনো ম্যাচ না জেতা দলটির বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা সহজই হওয়ার কথা। যে বাছাইপর্ব পেরিয়ে হংকং এসেছে, সেখানেও তারা হয়েছে তৃতীয়। অন্তত কাগজে-কলমে টুর্নামেন্টের সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এমন দলের বিপক্ষে খেলাটা একদিক থেকে সহজই হওয়ার কথা। তবে এমন ম্যাচ খেলতে হয় মানসিক চাপ নিয়েও।

Comments