ফলো করুন
অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত জিতেছে ভারত। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত–আমিরাত ম্যাচে
অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত জিতেছে ভারত। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত–আমিরাত ম্যাচেএএফপি
ইনিংসের অষ্টম ওভার যখন শেষ হয়, সংযুক্ত আরব আমিরাতের রান ২ উইকেটে ৪৭। কে ভেবেছিল পরের কয়েক ওভারে এই ইনিংসটাই ভেঙে রীতিমতো চুরমার হয়ে যাবে। দুবাইয়ে আজ এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে এমন দশাই হয়েছে সংযুক্ত আরব আমিরাতের।
২ উইকেটে ৪৭ রানের সঙ্গে আর ১০ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারিয়েছে আরব আমিরাত। যা ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন। ৫৭ রান তাড়া করতে নেমে ভারত ম্যাচ জিতে নিয়েছে মাত্র ২৭ বলে। তাও ৯ উইকেট হাতে রেখেই।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে মাঠে নামার আগেই একটা বড় ‘প্রাপ্তি’ ছিল ভারতের। এই ম্যাচে টসে জিতেছেন সূর্যকুমার যাদব। তিন সংস্করণ মিলিয়ে টানা ১৫টি আন্তর্জাতিক ম্যাচে টস হারার পর ভারতীয় অধিনায়কের টস জয় এই প্রথম।
দীর্ঘ ছয় মাস পর টস জেতা ভারত অধিনায়ক শুরুতে বেছে নেন বোলিং। সিদ্ধান্তটা যে সঠিকই ছিল, সেটি প্রমাণ করতে সময় নেননি বোলাররা।
যদিও হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারে ১০ আর দ্বিতীয় ওভারে যশপ্রীত বুমরার কাছ থেকে ৬ রান নিয়ে ভালো শুরুই করেছিলেন আমিরাতের দুই ওপেনার আলীশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিম।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত। আজ দুবাইয়ে এশিয়া কাপের ভারত–আমিরাত ম্যাচে তোলা ছবি
উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেছিল সংযুক্ত আরব আমিরাত। আজ দুবাইয়ে এশিয়া কাপের ভারত–আমিরাত ম্যাচে তোলা ছবিরয়টার্স
দুজনের ২৬ রানের ওপেনিং জুটি ভাঙে শরাফু ২০ রান করে শরাফুর বলে বোল্ড হলে। তিনে নামা মোহাম্মদ জোহাইব বেশিক্ষণ টিকতে পারেননি। এরপরও ৮ ওভার শেষে দলটির রান ছিল ২ উইকেটে ৪৭।
স্বাগতিকদের ব্যাটিংয়ে বড় ভাঙন ধরে নবম ওভারে। কুলদীপ যাদবের এই ওভারটিতেই আমিরাত হারায় ৩ উইকেট। এরপর শিবম দুবেও দ্রুত ৩ উইকেট তুলে নিলে মাত্র ১০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস। কুলদীপ ২.১ ওভারে ৭ রান দিয়ে নেন ৪ উইকেট, দুবের শিকার ২ ওভারে ৪ রানে ৩ উইকেট।
কুলদীপ যাদব (সবার ডানে) নেন ৪ উইকেট। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত–আমিরাত ম্যাচে
কুলদীপ যাদব (সবার ডানে) নেন ৪ উইকেট। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত–আমিরাত ম্যাচেএএফপি