আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস

코멘트 · 11 견해

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অনেক দেশে ২০০৩ সাল

আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বের অনেক দেশে ২০০৩ সাল থেকে প্রতি বছর ১০ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি পালনে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থার সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বৈশ্বিক মানসিক স্বাস্থ্য ফেডারেশন একসঙ্গে কাজ করে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আত্মহত্যা সম্পর্কে প্রচলিত নেতিবাচক ধারণা পরিবর্তন করে, সহানুভূতিশীল ও সহায়ক আলোচনার পরিবেশ গড়ে তোলা।’

 

ল্যানসেটের গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালে বাংলাদেশে এক লাখ মানুষের মধ্যে ৮ দশমিক ১ জন আত্মহত্যা করেছেন। ২০২১ সালে তা কমে ৩ দশমিক ৬৬ জনে দাঁড়ায়। বাংলাদেশে ২০২১ সালে আত্মহত্যা করেন মোট ৬ হাজার ৫০ জন। খবর বাসসের।

 

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আর্থিক সহায়তায় জাতীয় জরিপ (২০২২–২৩) করেছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)। জরিপে দেখা যায়, ২০২৩ সালে বাংলাদেশে ২০ হাজার ৫০৫ জন আত্মহত্যা করেছেন। প্রতিদিন গড়ে ৫৬ জন দেশের কোথাও না কোথাও আত্মহত্যা করেছে। প্রতি লাখে আত্মহত্যা করেছিল ১২ দশমিক ৪ জন। ২০১৬ সালে আত্মহত্যা করেছিলেন ২৩ হাজার ৮৬৮ জন; প্রতি লাখে ১৪ দশমিক ৭ জন।

 

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রি স্টস (বিএপি), বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস), বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মনোরোগবিদ্যা বিভাগ ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের (এনআইএমএইচ) যৌথ উদ্যোগে র‌্যালি, সায়েন্টিফিক সেমিনার ও ফটোগ্রাফি কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডা. মো. সায়েদুর রহমান।

코멘트