জুলাই গণ–অভ্যুত্থান: রাজধানীতে পৃথক হত্যা মামলায় যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

Mga komento · 22 Mga view

জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় করা পৃথক হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পু

আজ বৃহস্পতিবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পুরান ঢাকার বংশাল থানার সিক্কাটুলি লেন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা হেদায়েতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক ওরফে এলেম হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়। তিনি বংশাল এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড়সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী শেখ বোরহান উদ্দিন কলেজের প্রাক্তন শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ঘটনার পর নিহত শিক্ষার্থীর মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন। সিআইডি মামলাটি তদন্ত করছে।

Mga komento