স্কলাসটিকার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী সম্পন্ন

コメント · 42 ビュー

নিজস্ব প্রতিবেদক

উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীর ইংরেজি মাধ্যম স্কুল স্কলাস্টিকার ‘এ’ লেভেলের শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ও মিরপুরে স্কুলের এসটিএম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২৫২ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।

‘আগামীকে আলিঙ্গন’ প্রতিপাদ্য সামনে রেখে উত্তরা সিনিয়র শাখার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আরও বক্তব্য দেন স্কলাসটিকা উত্তরা সিনিয়ার শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ ও হেড অব একাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা।

 

অনুষ্ঠানে ১২৯ জন সনদপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্য থেকে ১২ জন ‘অনার’, ১০ জন ‘হাই অনার’ এবং ৮ জন বিভিন্ন বিষয়ে অসাধারণ কৃতিত্বের সনদ লাভ করে। তাদের মধ্য থেকে প্রতিক্রিয়া জানায় জান্নাতুল ফেরদৌস ও সাইফা ইবনাত।

অপর দিকে স্কলাসটিকার মিরপুর শাখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার ও সিনিয়র একাডেমিক সুপারভাইজার তানভিরা খাতুন।

মিরপুর শাখায় ১২৩ জন সনদপ্রাপ্তের মধ্য থেকে ১৪ জন ‘অনার’ ও ১১ জন ‘হাই অনার’ সনদ লাভ করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় মোহাম্মদ সামিউ হোসেন ও শ্রেয়সী সর্বজয়া।

সনদ বিতরণের ফাঁকে ফাঁকে স্কুলের শিক্ষার্থীরা নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অনুষ্ঠান উপভোগ করেন।

コメント