ষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
০০: ০৬
১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ
০০: ০৪
ছক্কার রেকর্ড গড়া লিটন ফিরলেন জয় থেকে ২ রান দূরে থেকে
২৩: ৫৯ , সেপ্টেম্বর ১১
বাংলাদেশের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা এখন লিটনের
২৩: ৪৭ , সেপ্টেম্বর ১১
১৩ ওভারে ১০০ ছুঁয়ে ফেলল বাংলাদেশ
২৩: ২৬ , সেপ্টেম্বর ১১
১০ ওভারে ৭০ রান দরকার লিটনদের
২৩: ১৬ , সেপ্টেম্বর ১১
রানে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে গেলেন লিটন
২৩: ০৮ , সেপ্টেম্বর ১১
পারভেজের পর তানজিদেরও বিদায়
২২: ৫৪ , সেপ্টেম্বর ১১
তানজিদের ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে বিদায় পারভেজের
২২: ২০ , সেপ্টেম্বর ১১
১৪৪ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
২২: ১৪ , সেপ্টেম্বর ১১
৪ বলে ৩ উইকেট বাংলাদেশের
২২: ১০ , সেপ্টেম্বর ১১
নিজাকাতকে ফিরিয়ে রিশাদের প্রতিশোধ
২২: ০৩ , সেপ্টেম্বর ১১
মুর্তজার রানআউটে ভাঙল ৪৬ রানের জুটি
২১: ৫১ , সেপ্টেম্বর ১১
১০০ পেরিয়েছে হংকং
২১: ৩৩ , সেপ্টেম্বর ১১
দারুণ এক ক্যাচ নিয়ে জিশানকে ফেরালেন মোস্তাফিজ
২১: ২৩ , সেপ্টেম্বর ১১
১০ ওভার শেষে হংকং ৬৪/২
২১: ০৬ , সেপ্টেম্বর ১১
পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৪ হংকং
২১: ০০ , সেপ্টেম্বর ১১
দ্বিতীয় উইকেটটি তানজিমের
২০: ৪৯ , সেপ্টেম্বর ১১
তানজিমের প্রথম ওভারের ৩ রান
২০: ৪৫ , সেপ্টেম্বর ১১
প্রথম উইকেট এনে দিলেন তাসকিন
২০: ৩৮ , সেপ্টেম্বর ১১
প্রথম ওভারে ২ রান দিলেন মেহেদী
২০: ১২ , সেপ্টেম্বর ১১
১১ বছর আগের সেই ম্যাচ
২০: ০৭ , সেপ্টেম্বর ১১
কারা আছেন বাংলাদেশের একাদশে
২০: ০৩ , সেপ্টেম্বর ১১
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
০০: ৪১
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস
প্রথম ম্যাচটা জেতা খুব গুরুত্বপূর্ণ ছিল। শেষ কয়েকটা সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এশিয়া কাপে চাপটা একটু বেশি থাকে, এটা স্বাভাবিক (হাসি)। আজ আমরা ভালো খেলেছি। শেষ কয়েক বছরে আমাদের পেস বিভাগ খুব ভালো করেছে। আমরা একজন লেগ–স্পিনার খুঁজছিলাম আর রিশাদ গত দুই-তিন বছর ধরে বাংলাদেশ দলের জন্য ভালো করছে। উইকেট খুব একটা সহজ ছিল না, প্রতি বলে মারাটা কঠিন ছিল। গ্রাউন্ডটা বড়, তাই রান নিতে হলে এক-দুইয়ের ওপরই ভরসা করতে হয়েছে।
০০: ০৬
১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ
ফিফটির পর লিটন দাস। ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়ক
ফিফটির পর লিটন দাস। ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশ অধিনায়কএসিসি
৭ উইকেটে জয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ১৪ বল হাতে রেখে। ১৮তম ওভারে চতুর্থ বলে ১ রান নিয়ে দলকে জিতিয়ে দেন তাওহিদ হৃদয়। লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়া হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকের আলী ১ বলে কোনো রান করতে পারেননি।
১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৪৭ রানে হারিয়েছিল ২ উইকেট। এরপর হৃদয়কে নিয়ে ৯৫ রানের জুটি গড়ে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করেন অধিনায়ক লিটন। টি–টোয়েন্টি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা লিটন ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে আউট হয়েছেন। ইনিংসের একমাত্র ছক্কাটি এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড উপহার দিয়েছে লিটন দাসকে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে লিটনের ছক্কা এখন ৭৮টি। পেছনে পড়লেন ৭৭ ছক্কা মারা মাহমুদউল্লাহ।
বাংলাদেশের পরের ম্যাচ শনিবার। আবুধাবিতেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।