বিশ্বের শীর্ষ দশ ধনীর স্ত্রীরা কী করেন?

التعليقات · 19 الآراء

সারা বিশ্বে ৩ হাজারের বেশি বিলিয়নিয়ার বা শতকোটিপতি আছেন। তবে এসব বিলিয়নিয়ারদের ব্যক্তিগত জীবন একরকম নয়

সারা বিশ্বে ৩ হাজারের বেশি বিলিয়নিয়ার বা শতকোটিপতি আছেন। তবে এসব বিলিয়নিয়ারদের ব্যক্তিগত জীবন একরকম নয়। তাদের পারিবারিক জীবনে অনেকে একাধিক বিয়ে করেছেন। অনেকে বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার পর একাকী জীবন কাটাচ্ছেন। বিশ্বের আরও দশজন মানুষের মতো তাদের জীবনেও রয়েছে ভাঙা–গড়ার চল। 

 

দেখা যাক, ফোর্বসের শীর্ষ ১০ তালিকায় থাকা ধনীদের স্ত্রী কারা এবং এই ধনীদের ব্যক্তিজীবনই বা কেমন।   

 

Advertisement

 

ইলন মাস্ক

 

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বিবাহিত জীবন বর্ণময়। এই ধনীর সন্তান ১৪টি এবং সন্তানের মা তিনজন। ২০০০ সালে মাস্ক প্রথম বিয়ে করেছিলেন তার বিশ্ববিদ্যালয়ের প্রেমিকা জাস্টিন মাস্ককে। তাদের সংসারে রয়েছে ছয় সন্তান। তবে ২০০৮ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর মাস্ক আবার প্রেমে পড়েন ইংরেজ অভিনেত্রী টালুলাহ রাইলির। ২০১০ সালে তার সঙ্গে বিয়েতে বসেন। তা ২০১২ সালে বিচ্ছেদ ঘটে। তবে ২০১৩ সালে তারা আবার এক হন এবং দ্বিতীয়বার বিয়ে করেন। তবে ২০১৬ সাল থেকে স্থায়ীভাবে আলাদা হয়ে যান। মাস্কের বর্তমানে কোনো স্ত্রী নেই।

التعليقات