মালয়েশিয়ায় পুলিশের ওপর হামলায় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী

نظرات · 23 بازدیدها

কুয়ালালামপুরের কাম্পুং সুঙ্গাই বারু এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে

কুয়ালালামপুরের কাম্পুং সুঙ্গাই বারু এলাকায় অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল। তিনি ঘটনাটিকে ‘জঘন্য ও অসভ্য কাজ’ আখ্যা দিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আদালতের নির্দেশে পরিচালিত একটি উচ্ছেদ অভিযানে। অভিযানের সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে ডাং ওয়াঙ্গি পুলিশ প্রধান সহকারী কমিশনার সুলিজমি অ্যাফেন্ডি সুলাইমান মাথায় আঘাত পান। পরে তার রক্তাক্ত অবস্থার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করে।

نظرات