২ কোটি টাকায় নির্মিত দ্বিতল মার্কেটে ফাটল, উদ্বোধন হয়নি এখনও

Bình luận · 19 Lượt xem

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি দ্বিতল মার্কেট ভবন তিন বছরেও উদ্বোধন করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি দ্বিতল মার্কেট ভবন তিন বছরেও উদ্বোধন করা হয়নি। এটি নির্মাণের পর থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। 

 

সরেজমিনে গিয়ে দেখা যায়, অযত্ন-অবহেলায় দ্বিতল মার্কেট ভবনের চারপাশে এখন ঝোঁপঝাড়ে ভরে গেছে। এরই মধ্যে ভবনটিতে ফাটল দেখা দিয়েছে।

 

Advertisement

 

নাচোল উপজেলা (এলজিইডি) দপ্তর হতে জানা গেছে, এলজিইডি দপ্তরের সিআর এম আই ডিপি প্রকল্পের আওতায় গোলাবাড়ি হাটে দ্বিতল মার্কেট ভবন নির্মাণ কাজ শুরু করা হয় গত ২০২০ সালের ৫ জানুয়ারি। 

 

ভবনটি নির্মাণের টেন্ডার পায় সিরাগঞ্জের বেলকুচির মেসার্স আলগীর জাহান। এটির নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৩১৪ টাকা। তিন বছর আগে এর নির্মাণ কাজ শেষ হয়েছে।

 

কসবা ইউপির গোলাবাড়ি হাটের নাসির নামের এক ব্যক্তি জানান, এক সময় কসবা ইউপির পেছনে ডেইলি বাজারে জনসাধারণের জমায়েত হতো। ডেইলি বাজারে আরও জনসমাগমের জন্য মার্কেট নির্মাণ করা হয় বলে শুনেছি। 

 

অথচ নির্মাণের তিন বছর পার হলেও মার্কেট চালু হয়নি। অযত্ন-অবহেলায় মার্কেটের চারপাশ এখন জঙ্গলে পরিনত হয়েছে। ভবন নির্মাণের নামে অর্থ লুটপাট করতেই এমন ভবন নির্মাণ করা হয়েছে।

 

কসবা ইউপির বর্তমান চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বলেন, বর্তমানে মার্কেট ভবন কোনো কাজে আসছে না। পরিত্যক্ত হয়ে পড়ে আছে। 

 

নাচোল উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম বলেন, ভবনের নির্মাণ কাজ শেষে চলতি বছরের ৯ মার্চ ডিসি অফিসকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন ডিসি অফিস মার্কেট ভবনের বিষয়ে সিদ্ধান্ত নিবে।

 

Advertisement

Bình luận