এসএমপির দায়িত্ব নিয়েই ‘অ্যাপস’ চালু করলেন নতুন কমিশনার

Mga komento · 14 Mga view

সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভ?

সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি পুলিশি সহায়তা।

 

 

Advertisement

 

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সময়ের সঙ্গে অপরাধের ধরন বদলেছে। তাই নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরি করতে ‘GenieA’ অ্যাপ চালু করা হয়েছে।

 

 

কমিশনার জানান, অ্যাপের মাধ্যমে সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী-শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, ভবিষ্যতে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য-প্রমাণ সুরক্ষার মতো সুবিধাও যুক্ত করা হবে।

Mga komento