পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

코멘트 · 185 견해

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জ??

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) সকালে উপজেলার তেতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আসমা একই এলাকার আয়নাল হকের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, এদিন সকালে বাসায় পারিবারিক কাজ করছিলেন মা বানেছা আক্তার। এ সময় বাড়ির উঠানে খেলা করছিল শিশু আসমা খাতুন। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাইরে বের হয় সে। পরে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায় শিশু আসমা।

পরিবারের সদস্যরা আসমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ পর্যায়ে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেস চন্দ্র রায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

코멘트